চুপ আছি, তবু জানতে হবে,
ভাতের ভাগে কাকের তরে বাঁচতে হবে।
রক্ষক ছিলাম, আজ ভক্ষক বেশ,
স্বার্থের দাবিতে মেরুদণ্ড বিক্রি শেষ।
মানুষের নাম নিয়ে মাথা উঁচু চাই,
বুদ্ধিজীবী লেবাসে খালি দেহটা বই।
আদর্শের শিকল ঝুলছে অলস বেলায়,
স্বপ্নগুলো মরে গেছে মিথ্যে মোহের খেলায়।
চুপ আছি, কিন্তু একদিন বলতেই হবে,
বিবেক জাগিয়ে আবার মানুষই হতে হবে!