কই তুমি ! একটা আগুন ভেঙে
পাহাড়ের গায়ে আলপনা দিতে ,
বড্ড দেরী হয় বুঝি ?
আগুন পোড়াবে খুব করে ,
পাহাড়ের বুকে রক্ত আলপনা , তবুও
তাকিয়ে থাকিস সূর্য মুখি ।
উপরের চোখ নীচে নামতে নেই
শুধু নিচের এক বুক
তার সঙ্গে কাটাতে হয়
এক সমুদ্র অভিযান ।
অভিমান ক্রোধ ভালো পোশাক
সমুদ্রের মাঝে দেখো যে অগুনতি ঢেউ ।
তোমাকেই গুনতে হবে ,
আর তো দেখবে না কেউ ।
রাতগুলোতে গুমরে গুমরে
অশ্রু কে বলো , সমুদ্রের বুকে মিশতে ।
ওটা এখন যে আমাদেরই বন্ধু ।