এক ঝাঁক ঘুণ ধরা স্বপ্ন ছিলো ,
ছিলো পাহাড়ের উঁচুতে লেখা নাম ।
শহরও ভীষণ নীরব ছিলো ,
গেয়ে যেত শুধু পাখিদের গান ।
তবে ছিলো বড্ড অভিমান ।।
চুপটি করে গুমড়েও ছিলো কম নয় ,
সঙ্গে স্বপ্ন আর মস্তবড় পাহাড় ।
এখন সব বেজায় খুশি ,
যদিও রোজ জোটে না আহার ।
তবুও দেখো রঙিন বাহার ।
আহার এ না হয় কিছু কল্পনা ,
চিবিয়ে খেয়ে কাটছে এই দিনে ।
শহর যদিও জানে তবুও ,
কোনদিনও পৌঁছাবে না ম্যাগাজিনে ।
হতে পারে এই সুদিনে , দুর্দিনে !
ভালো রাখবে তুমি , ভালো থাকবে তুমি
যদি এক সমুদ্র সময় জোটে ।
বসন্ত তো রোজই ডাকি ,
রোজই কি ফুল ফোটে....... !!!