৩০/
শীতল শিশিরে অগ্রহায়ণ নামে
ঘরে তোলার লক্ষ্মী সাজ আঁকে উঠোন

আমি আজ অন্ধ সেজেছি কোন মোহনায়

৭২/
পেঁজা মেঘ ধরবো চেয়েছিলাম দুজনেই
তবুও কী করে গড়িয়ে দিলাম তিন যুগ

টক কুলের ঠোঙা নিয়ে আজও বসে আছি কমল
আর ভাঙা ব্রীজকে বলে যাই তোমার কথা

৭/
গনেশের নাভি শুষে নিচ্ছে মদের গেলাস
আমাদের ভুঁড়ি বাড়ছে না তবু

মুরগির নরম টেংরি চিবোয় সেয়ানা কার্তিক