৬০/
তীব্র সুধাময়তায় ডুবে গেছি আত্ম

সাধ্বী প্রাচীর ভেঙে চলে আসি নিকোন উঠোন পায়ে
সূর্য দেখতে গিয়ে ঋণী হয়ে যাই পাহাড়ি জ্যোৎস্নার
৯৪/
তোমার ওড়না ওড়ায় বুড়ো গঞ্জের খাল
আর রঙ ধরার অছিলায় প্রজাপতি মেলা

আপাতত খুব স্থির আমি
৮৮/
ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে গেল
নীল সূর্যাস্তে

এখনো বুঝতে পারছি না অশনি সংকেত
নাকি প্রণয়