৬৬/
কমল তোমাকে কবিতায় খুঁজি খুব

নীল রাস্তা ভেঙে পেরিয়ে যেতাম দুজনে
কালো মেঘ ঝেঁপে এলে তুমি হতে মাথায় কচুপাতা

প্রস্ফুটিত সুবাস নিয়ে আজও কি উজ্জ্বল তেমনই
৬৮/
হারমা মাঠের হাতছানি বাতাসে ঘুরে বেড়ায় কমল

আমি খুব কাছাকাছি আছি
একবার তুমি ইঙ্গিত করলেই বেজে উঠবে সুরধুনী
৬৯/
জানো কমল
একটা ফুল হতে চেয়েছিল তোমার মতো

মুচকি হেসে আমি
দুজনের মাঝে বইয়ে দিয়েছি গঞ্জের খাল