৭৯/
কমল তুমি কি ফুটবে না আর আমার সরোবরে

পৌষের বিন্দু বিন্দু শিশির গুনে ঠান্ডা হচ্ছি খুব
ধরা দেবে কি সোহাগি আলোর সুবাসে

৭৮/
শালুক ফোটা সকালে হেঁটেছি তোমার পাশে
পা জড়ানো দূর্বাঘাসে এখন ভেজা শ্বাস

হতে কি পারে না কমল
আবার মাটিমাখা হৃদয়ে হৃদয়

৮৪/
একটা বাতাস ধাওয়া করে চলেছে ক্রমাগত
ক্রমশ আমি তার সঙ্গিন হই

এ জীবন পেরিয়ে পাবো কি পূর্ব অথবা দক্ষিণ