১২১/
মড়ার দেশে ঢুকে পড়ি নিবিড়

টেনে খুলে ফেলি আত্মমনন
দেখি বেরিয়ে আসছে উদ্গত ধোঁয়ার রাশি

১২২/
ভেতরে কঙ্কালটা নড়ছে খুব
খাঁজ খাঁজ আঙুলের ডগা চটকায় হৃৎপিণ্ড

অলীক হাসি চিবোচ্ছে দাঁত কপাটি

১২৩/
করোটি জুড়ে নাসিকার গভীর গর্ত
আর চক্ষুহীন কোঠর তাকায় অতল আকাঙ্ক্ষায়

সুষুম্নাকাণ্ড জুড়ে বয়ে যায় অনসূয় স্রোত