১০১/
এক নিঃস্ব গাছের আত্মকথা নিরুচ্চার ক্যানভাস

বাকল ছেঁড়া দাগে কান্নার ফোঁটা জমায় অভিলাপ
১০৪/
চারদিকে বিব্রত বাতাস বইছে খুব
অনবরত পাক খাই জলের তরঙ্গে

বিষম আলোর তেজে পান করি সুধাময় বিষ
৯১/
কামনা সব ডুবে যাচ্ছে তোমার গভীরে
খড়কুটো আশা বাঁচবে না আর

ধূসরতার পথিক হয়ে যাই ক্রমশ