৮৯/
জলের নীরব স্রোত ধুয়ে দেয় বিজিত অহংকার
নিঃসঙ্গ বুনো গাছে ঝোলে জোড়া পুরুল
ধীরে ধীরে পা বাড়াই স্বচ্ছতোয়া মুহূর্তে
১০০/
জোনাকিটা দূর অন্ধকারে ডুবে যাচ্ছে
আর পশ্চাৎ ভূমি ঘোর বিষন্ন
আমিও চাপা পড়ি অতলান্তিক দীর্ঘশ্বাসে
১৩/
হাতে হাত রাখতে
কত উলঙ্গ বাধা এসে জড়ো হয়
ধূসর বালিতট প্রান্ত বলে ওঠে
আসলে নদী মানে সীমানা ভাসিয়ে যাওয়া