৭৭/
সেই হাঁটু কাদা রাস্তা এখন পিচ ঢালা
সাইকেলও চড়ি না আর
হঠাৎ বাইক থামিয়ে দাঁড়িয়ে পড়ি কোনো বাঁকে
জানো কমল দেখি আমি খুব একা
৮৩/
একটা নৌকা ভাসিয়েছি কমল
গঞ্জের খালে উজান বেয়ে বিকিকিনির হাট
শক্ত হাতে হাল টেনে পেয়ে যাবোই তোমার জন্মান্তর
৭৫/
এভাবে তুমি কি লুকিয়ে পড়তে পারো কমল
আকাশ পাতাল খুঁজে চলেছি তিন যুগ
তেঁতুল তলা কাকার দোকান ভাঙা সুইলিস
কেউ করে নি কোনো শব্দ