৫৩/
সব যন্ত্রণা সঁপে দিই গঞ্জের খালে

ঝোপঝাড়ে কাদাখোঁচা পাখি অদ্ভুত নাচে
কুঁড়ির বাঁধ কোলে নিয়ে আপন করছে খুব
৯৬/
এত বাতাস বয়ে গেল কুঁড়ির বাঁধে
পাতা ঝরতে ঝরতে ডাল খালি

অপেক্ষা গোনার শেষে আমিও ভাঙা বাঁশি
৯৮/
কুঁড়ির বাঁধ গঞ্জের খালও কথা বলে না আর

পরান মাঝি এখন খুব অসহায়
মাঝে মাঝে আঁকে শুধু ধূসর অক্ষর