৪৭/
আঁধারের ভেতর লিখি প্রিয় গান  
অন্তর নিবিড় সুরলোকে ভেসে ওঠে বেদনার তার
৫৫/
বাতাসের কাছে হাবালত নিই যতকিছু পুরনো

এগিয়ে আসি জলের কাছে
মুখ দেখে আর চিনতে পারিনি নিজেকে
৫৯/
তোমার পায়ের ছাপে কাঁটা ঝোপঝাড় রঙিন হতেই
নিজের ভেতর আগুন জ্বালাই তীব্র

ভিক্ষে ঝুলি পূর্ণ করি যত আত্মরতির নিমগ্নতা