২৪/
লতাশোভায় জড়িয়ে উঠছি তোমাকে
আর সমুদ্রকুসুম ভরে ওঠে ফুটিত জোছনায়
আত্ম মিলনে কাঙাল হই যথাযথ
১০২/
তীব্র দৈন্যতার ভেতর শুয়ে আছে কুঁড়ির বাঁধ
আর নিঃসাড় নারী হয়ে পাশে গঞ্জের খাল
তাদের অশ্রুরেখায় লালিত হই আমিও
৬/
শিশির ভিজিয়ে দিচ্ছে রাতপাখির চোখ
তবু শিউলি ঝরে স্নিগ্ধতায়
আমার দৃষ্টি টেনে নিয়ে যায় এক সূক্ষ্ম তারা