১৪/
কতদিন নিজের মুখ দেখিনি

আত্ম অন্ধকার হাতড়ে জেগে ওঠে
এক বিন্দু আলো --- সে কেবলই তুমি
২১/
দুঃখ দুঃখ করে নদী বইয়ে দিলাম
শীতল স্পর্শে জেগে ওঠে সবুজ সকাল

দেখি আমি তো ভগীরথ নই
১৯/
সেই কবে খোঁজা শুরু
কিশলয় থেকে ঝরে পড়া বাকলে

হে প্রিয় সময় দেখা দাও তবে