প্রহর ভূমি নিয়ে ভেসে চলেছি জোনাক পেরিয়ে
নীল রাত্রির বাঁকা চাঁদে পাহাড় মাথায় স্তব্ধ তরুবর
টিপ টিপ জ্যোতি ইশারায় নক্ষত্র বাতির সোহাগ
হাওয়া বইছে কালের কোলে পিঠে চতুর্দিক কামনায়
রাতস্রোত মলিনতা ধুয়ে দেয় পোশাক রঙ তীব্রতা
ব্যক্ত পাখনা ঝরে পড়ে শ্মশান খেলার সঙ্গী
গান গাওয়া ঝিঁঝিপথ রিক্ত করে অচঞ্চল পথযাত্রী
নীরবতায় পুবের লাল ছোপ ঘুম ভাঙা পাখিচোখ
আসলে পান্ডু বেশে এসে পড়ে সাধু শুভ্রতা
নির্জন ধূসরতায় খসে খসে পড়ে নগ্নতার ডানা
নামাঙ্কিত জমি হারিয়ে যায় বেলাচর পরিবর্তে