১০৯/
এক নির্লিপ্ত দৃষ্টির ভেতর ঝরছে আগুন
আর ক্রমশ গিলে নিচ্ছে শান্ত দহন
আমিও বাধ্য ঢুকে পড়ছি অন্তর্গত তার
১/
আমার মদের গেলাসে ফেলে দিচ্ছে টুকরো টুকরো বরফ
তার বুকের নীল জ্যোৎস্না আমি পান কচ্ছি অমিয়
জোনাকি এসে এক টুকরো আলো দিয়ে গেল
৫৬/
তীব্র পিপাসায় জেগে ওঠে দেখি
কালি হয়ে আছে সূর্যমুখ
তবু কোথা থেকে
আলোর কণা দেহের ভেতর করে সঞ্চরণ