৬৭/
বৃষ্টি তো ধরেই এল কমল
চলো সাইকেল ডানা গুছিয়ে বেরিয়ে পড়ি
আদিম ছায়া পেরিয়ে অপেক্ষা করছে সোনাঝুরি মাঠ
৭০/
তিন যুগ বুকে বেঁধেছি তোমার অসীম আকাশ
একটা হাহাকার প্রশ্ন কমল
অম্লান রৌদ্র গন্ধে উপেক্ষিত থাকবো কি
৭৬/
চারপাশে অনেক রঙ বদলে গেছে
জানো কমল পাটচাঁদার বিল পেরিয়ে ব্রিজ হচ্ছে নতুন
খুব কাছে যাবো কিন্তু কোনখানে তুমি আজ