১১৩/
এক দীর্ঘ ছায়া ঢেকে দেয় কুঁড়ির বাঁধের মুখ
খুব কাছে পাশাপাশি গঞ্জের খালও
তবুও ব্যবধানে আত্ম রচে অলিখিত দৃষ্টি প্রহর
১১৪/
গঞ্জের খালের ঘোলা জলে নীল ছায়া
ব্যথিত কথার গোপনে সন্ততির জীর্ণ হাড়
আর সীতারেখায় আত্মজনের ধূসর প্রলাপ
১১৫/
অনুতাপহীন লেজ বিছিয়ে নেই আর ছায়া নিঝুম
অর্ধবক্র কুঁড়ির বাঁধটা ঝিমোয় পোড়া রৌদ্রে
ভাঙা গঞ্জের খালে মিশে গেছে তার ভূমি অস্তিত্ব