১.
ঝুলে পড়া রাতমেঘে ডানা মেলেছে ঝিঁঝি
যেমন ধানবোনা পোকা ডাকে আষাঢ়কে
২.
টিউশন জীবন ছেলেটা
ব্যস্ত বিকেলে সাইকেল ঠেলে আসে
চাকরি পরীক্ষার পাতা ওল্টাতে ওল্টাতে
৩.
অবসর নেওয়ার সময়েও পুরনো অভ্যাস মতো
বাবার বুকে মাটি সারাদিন
সন্ধ্যায় গল্প বলা নাতি নাতনিকে
৪.
অনেক দৈন্যতার ভেতর
বেড়ালটা লেজ গুছিয়ে বসে থাকে বিছানায়
৫.
ভালো থেকো -- শেষ কথা বলে যাওয়া মেয়েটি
আমার সবকিছু নিয়ে গেলেও
আমি বলি -- সারাজীবন সুখে থেকো
৬.
খরস্রোত গড়িয়ে যায়
নদী আকাশ আঁকে তার বুকে
আমি আঁকতে থাকি সবুজ ধানখেত