৯৫/
আমাদের বেড়ালটা খুব বুনো
যার তার সঙ্গে যেখানে সেখানে ঘোরে

ঝরাপাতায় আমিও ঠিক ওর মতো হয়ে যাই

১০৭/
শূন্যতায় রিক্ত আজ গঞ্জের খালের মাতৃজঠর
বেনেঘাস আর আগাছা বীজ শুষে নেয় শেষ রক্তটুকু

চিতাকাঠের আগুন ধিকিধিকি জ্বলছে শুধু

১১৬/
পাষাণভার বুকে দিন গুনছে বৃদ্ধ কুঁড়ির বাঁধ
আর বৃদ্ধা গঞ্জের খাল মরমে মরে তরুণী স্মৃতি

পৃথিবী ভ্রমণ শেষ হলে আমিও নিহিত হই
সেই নির্বাক মিলন