৩২/
কণা কণা স্থলপদ্মে যত স্বপ্ন বাড়ছে আমার
তার শেকড় রাশি বুকে নিয়ে শুয়ে আছি
হয়তো আকাশ ছুঁয়ে ফেলব খুব কাছে
৩৩/
কত উজান পেরিয়ে থিতু হলাম তোমার কাছে
হাল ভেঙে ফুটো তরণীর অশ্রু গড়ায় বেনাঘাসের চড়ায়
আজ আমার মৃত্যু নিয়েই পুষছি আত্মচরিত
৩৪/
স্মৃতি বাড়ে যত বেদনার
যতকিছু জমা করি সবই করুণ খেয়াঘাট
শুধু অনন্ত পাতাল থেকে উঠে এসো তুমি