৬৪/
মুগ্ধতা কমে আসে কিঞ্চন শিশির স্পর্শে
অসুখ ছায়া পথ বাঁধে প্রলম্বিত হাত
এইবার শেষ কথা নিয়ে হেঁটে যাই অধর প্রান্তে
৫৮/
অনেকটা ঢেউ বুকে নিয়ে হাঁটছি
সমুদ্র শান্ত হতে না হতেই
সামনে দেখি কুয়াশার দেশ
৬৩/
বিষাদই বিছানা পাতে আমার সারারাতে
ধোঁয়া ধোঁয়ায় দমবন্ধ ঘিরে ধরে চারপাশ
এত সংশয় নিয়ে অজানা থেকে যাই তোমারই প্রসন্নে