২৮/
অক্ষরে অক্ষরে পেট ভরে বাড়াতে থাকি মেদ
এ হাতের ও হাতের নির্লজ্জ ময়লা মেখে প্রতীতি উন্মুখ প্রকাশ হই
আমারই অজান্তে কখন পান্ডুলিপি হয়ে উঠি
৩৫/
বুক দিয়ে পাথর ভাঙি যত
ততই ভারী হয়ে আসে বুকের পাথর
তুমিই তো ভেঙেছ আমার অদৃশ্য কুঠার
৩৯/
যেদিকে তাকাই চোখে সরষে ফুলের চোট
হলুদ রঙ ছেয়ে আসে কারো পৌষবেলায়
প্রষন্ন সূর্য হেঁটে যায় এই সর্বনাশে