১১/
শুকনো খড়ের প্রাণ চাইছে সবুজ হতে
যাতনা পেরিয়ে চাতকদৃষ্টি তাকায় আকাশমেঘে

সামনে ভাসে মরুভূমির প্রতিসরণ
৮৫/
আচ্ছা কমল তুমি তো কখনো বিদায় নাও নি

তিন যুগ হেঁটে এলাম তোমার ছায়ায়
তবু কেন পাহাড়ের ভাঙা মাথা হয়ে যাই
৯২/
তোমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে ফল্গু বায়ু
নতুন কাপড়ের খসখসে বাঁধো অনন্ত প্রাণ

আমি শুধু উত্তরমুখো হয়ে রই