ক কাছে থাকে খ থাকে দূরে

ক অধিকার করে আমার সব
অর্ধেক ঘর অর্ধেক দালান বিছানা বালিশ
এমনকি অর্ধেক রোদও

খ দাবিহীন
শুধু আলিঙ্গনের দুহাত বাড়িয়ে
ভরিয়ে দেয় আলোর অলঙ্কার

আমি
সোনার খাঁচায় বন্দী থাকি
দূরে গড়ি দেবীর মন্দির