১১১/
কুঁড়ির বাঁধের বুকে প্রাচীন পায়ের দাগ
ছোট ছোট গর্তে জল ভরে সেঁজুতি বর্ষা
লোভী ঘাসের ডগা ঢেকে দেয় অশ্বত্থ ধূলি
১১৭/
কুঁড়ির বাঁধের গাজামায় উধাও বোঁচকুলের ঝাড়
উলঙ্গ জীর্ণ পাঁজরে অপেক্ষার অনন্তকাল
ধোঁয়া শিয়রে শুধু জেগে আছে একগোছা মলিন দূর্বা
১১৮/
পাড়মারা পাটায় আটকে গেছে গঞ্জের খালের যৌবন
পেট উল্টানো কালো নৌকা আর হাঁটে না বারোমাস
ত্রিচোখা শুধু কাদা ঘাঁটে বিষন্ন তালপাতা রেখায়