পূর্ব পশ্চিম ভাগ হয়ে
একটা দেয়াল বেড়ে উঠছে ক্রমশ
দিন ছোট হয়ে দূরত্ব বাড়ে হাতে রাখা হাতের
ঘরকন্নার ভিটেমাটি ধূসর রঙে চৌচির
অজানা শব্দের গুঞ্জন ঢুকে পড়ে হৃদয়ে
ধীরে ধীরে দূরে সরে নদী
সুদেষ্ণা ইঙ্গিত মিশে যায় ধুলোয়
তবু কোনো ঝড় আসে না ধ্বংসের
শুধু দীর্ঘ হতে হতে ছিন্নমূল হয় শ্বাস