পূর্ণিমা চাঁদ ক্ষয় করে আমার ভেতর
ঝুঁকে পড়া ছায়া ডালে রাতপাখি অদ্ভুত নীরব
আর মলিন কথা ভারে ক্লান্ত হই নিমগ্নতায়
মজে আসা পথ শুয়ে আছে শেষ নিশ্বাস ধ্বনি
বেলেচড়া মাঠ স্তব্ধতায় চারিয়ে যায় শান্ত ঝিঁঝি স্বর
কোনো এক পুরনো ছবি পাতায়
রাতকানা পথিক হাঁটি নিঃস্বতার কিনারা