একটা জ্যান্ত রাত ঢুকে পড়ে আমার ভেতর
আর রাতছায়ার পেছন হাঁটতে থাকি
অশ্বত্থ ডালের গা ছমছম কথায় এক হয়ে যাই
অবচেতনে ভেসে আসে শব্দহীন কথা
রাতের কিনারা জুড়ে জমাট বাঁধে আবছায়া পুঞ্জ
কামনাহীন বাসনা ছুঁয়ে যায় ধোঁয়া ধোঁয়া পথ
ক্ষয়াটে যাপনের নিঃশেষ পেরিয়ে জোনাকি আহ্বান

অশরীর নিয়ে হাঁটি কোন অন্তহীন লক্ষ্যে