এই প্রকট জ্যোৎস্না পুড়িয়ে দিচ্ছে ক্রমশ
ভাষাহীন অ-মুখ ঢাকা ধোঁয়ার আস্তরণ
জ্বলন্ত হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে বোধহয়
তীব্র চোখে চেয়ে দেখি অদৃশ্য শব ছায়া
ঝাঁঝালো কীটশব্দে তেঁতে ওঠে কানগুঁড়ির চারপাশ
আবছা মেঘ ঘনিয়ে আসে ধীরে ধীরে

ছায়াসঙ্গী উলম্ব গাছটা স্থির অর্ধেক ঝোপের পাশে
শ্বাপদ স্তব্ধ বাতাসে বাঁধা শ্বসন আর নির্মোক ভেসে যাই
কতকাল আগে চলে গেছে শ'
শুধু ছেড়ে যায় নি তার জ্বলন