একটা ছায়া নাম যাপনেই ঘুরপাক
অবয়বহীন অন্ধকার মিশে যায় অস্তিত্বে
কোনো এক স্পর্শ বাতাসে হাঁপিয়ে উঠি ক্রমশ
অলীক শব্দের ভেতর ক্রমিক বিচরণ
শুন্যের এ ডাক ভাসায় অন্তহীন স্তব্ধতায়
নিঃস্ব চেতনায় হারিয়ে যায় চোখ
তবু কোনো এক অতৃপ্ত আকাঙ্ক্ষার হাত ধরে
দৃশ্যহীন সীমানায় বিভোর হয়ে যাই