সুশীতল ছায়ার ভেতর রাত্রির নৈশব্দ
পার হয়ে যায় একের পর এক রাতপাখি
অশব্দে মাখামাখি বাতাসভূমি নিশ্চল স্থবির
দৃশ্যহীন ছবির ভেতর আটকে যাই ক্রমে
ভরে ওঠে চারদিক শ্রুতিহীন সুরে
জোনাকি মালায় সাজছে মায়াগুচ্ছ
কোথায় হারিয়ে যায় চেতনা
আর ভেসে ওঠে আকাশ ভর্তি এক ছায়া মুখ