সময়ের আবছায়ায় চাঁদও ঝিমোয়
আর লিখে রাখে ধূসর আচ্ছন্ন আকাশ
যাপন টুকরো ছড়িয়ে পড়ে গঞ্জের খালে
বিদীর্ণ অনুভবে ঢেউ বিস্তারের গায়ে গায়ে
পূর্ব পশ্চিমের দোলাচল হৃদয়ে তার স্তব্ধ
আকাশমণির নেভানো ছায়ায় মাখে চিরবিশ্রাম পথ

আমিও শুয়ে আছি এক নিঃস্বতার কিনারায়
আমাকে সঙ্গী করে তার নিরুচ্চার কথার