জীবন্ত রাত্রির ভেতর সশরীর ঢুকে পড়ি
ক্রমশ অতলান্ত খাদে ব্যাপ্তিময় অন্ধকার ঘেরাটোপ
নিস্তেজ অসাড় বুকে ডুবে যায় নিমগ্ন নিশ্চিত ছায়া
চেতনাহীন সংজ্ঞা পূর্ণ প্রত্যয়ে আঁকে গভীর স্থায়িত্ব
শূন্য বাতাসে রিঁরিঁ শব্দের পতঙ্গ খোলস ঢাকে
ছায়া কথা সব চুপচাপ লুকায় নিজ আত্মায়
কোনো এক আহ্বান ডুবে যাচ্ছি কতদূর
ধোঁয়ার কণা হয়ে অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে পড়ে সবদিক
আমারও অস্তিত্ব ভাসে সবকিছুর আঁধার বিন্দু ঘিরে