৭৩/
জানো কমল
আজ গঞ্জের খালের কোল ঘেঁষে শুধু নীরবতা
আর কুঁড়ির বাঁধের বুকে বিরহ ব্যথার হাহাকার

আমিও একপ্রান্তে সঙ্গী করি সুউচ্চ বিষন্নতা
৭১/
কত ভাঙন পেরিয়ে কৃষ্ণচূড়া মেখেছি দুজন
আর নাড়া ভরা মাঠে উড়িয়েছি শামখোল

আজ আমি তীব্র ভেঙে গেছি কমল
৭৪/
বড্ড নীরব হয়ে গেছি কমল

তোমার পলিময় নীল ব্যথায় জেগে আছি শুধু
ঝিঁঝি ডাক কুঁড়ির বাঁধ গঞ্জের খাল আর আমি