২/
রাতের নিঃসঙ্গতার সাথে কথা বলি
যেখানে শুধু তোমার হাওয়া
তোমার নামে ডেকে যাওয়া ঝিল্লি সুর

মনোরম জোছনাও উঠেছে খুব
২০/
একটা কাক এসে বসে মাথার উপর
যত কলুষতা মুছে যায় নিমেষে

ক্রমশ হয়ে উঠি এক আলোকভূমি
৫/
ধীর পায়ে হেঁটে যাচ্ছে পথিক

সন্ধ্যা মুখ সময়ে
তীব্র ভেঙে পড়ছে তোমার আশ্লেষ