একটা বুনো চেহারার লোক
লাল সূর্য বুকে নিয়ে মাঠে যায় রোজ
আবলুশ রং শরীরে তেজ দীপ্তি
সেই তেজ আলো ছড়ায় সকাল হয়
বলরামরা লাঙ্গল কাঁধে তীর্থক্ষেত্র
নুনভেজা গায়ে মাতৃ জঠরে বুনে দেয় আলোবীজ
আগাছার হৃদয় ছিঁড়ে জাগে শস্য
বলদের ক্ষুরে ক্ষুরে ঝিঁঝি ডাকে শিরীষ গাছের মাথায়
তালতলার কালো জলে জোনাকি ভাসে
তুলসীতলায় পথ-চাওয়া সন্ধ্যা-শাঁখ বাজে আনমনে
ক্লান্ত চরণ পথ খুঁজে ফেরে মলিন সন্ধ্যায়