একটা অন্তর্গত ডাক
ক্রমে হারিয়ে যাই

আলোর ঘরে আবছায়ার মতো ঘুরে
চেতনা আচ্ছন্ন শরীর অশরীরী হয়ে ওঠে
শ্মশান ধোঁয়ার মতো পাক খেয়ে উঠছি
ভেসে যাই রাত্রি ঘেরা শূন্যে আর
নিঃস্ব অনুভবে দূর দূরান্তের আহ্বান ধ্বনি
কত পেছনে পড়ে আছে জৈবিক জীবন
বাতাসের মতো হাল্কা এ শরীর মিলিয়ে যাচ্ছে
চোখের কাছে কোনো জগৎ নেই অনুভবের
কেবল দুর্নিরীক্ষ্য এক আলোক বিন্দু