একটা দীর্ঘশ্বাস
গভীর ভাবে ঢুকে পড়ে সুক্ষ্ম রক্তের ভেতর
রাত ক্রমে দীর্ঘ হয় আর ঘিরে আসে অবসাদ
প্রহর গুনে স্বভাবসিদ্ধ শেয়াল ডাক চোরকাঁটায়
ভুতভৈরবীর ঝোপে আচ্ছন্ন স্বপ্নদৃশ্যে আমার আয়ু
হিজিবিজি জোনাকিপ্রান্ত নেভে আর জ্বলে
অনন্তকাল শুয়ে আছি অন্ধকারের ভেতর
একে একে তারা সব চলে যায় মহাপ্রস্থান পথে
নির্গত ধুলির স্বাদ জিহবা প্রান্ত ধরে এগোতে থাকে
কখন আমিও চলি তার পিছু পিছু