৫৪/
নিগূঢ় অতীত ঘুরেফিরে বড্ড কাঁদায়
মাতৃস্নেহে গঞ্জের খাল ভরায় বুকের পরম

নীল জলে ভাসে চখাচখির চোখ
১০৮/
কুঁড়ির বাঁধের শিরা উপশিরায় দৈন্যতার রাজকাহিনী
আর বিস্তীর্ন বুকে জমা শতাব্দীর পলেস্তরা

অসুখ পাখির ডাকে কান পাতে সূর্যভোর
১১২/
মজ্জার ভেতর বিরাট একটা ফাঁক

কুঁড়ির বাঁধ আর আকাশের মোহনা নীল
তবু আমি শুয়ে আছি তারই ছায়াতলে