৪৫/
একটা ঝড় এসে ছিঁড়ে দিল শুদ্ধ সবুজ পাতা
আর কখনো ফুটবে না অস্মি মুখের কলি

এখনো তোমার হাতের কাঁকন বাজে কি
৬১/
সরষে ফুলের বন্যা অতর্কিতে বিঁধে দিচ্ছে চোখ
আর নাসিকা গহ্বরে তীব্র মাতন

এভাবেই পাগল করে তোল আমাকে
৩৬/
আগাছার মতন দেয়াল গজিয়ে উঠছে গোপনে

এক এক করে যতই ভাঙি
তত চাপা পড়ি দীর্ঘশ্বাসের ভেতর