১২/
অনেকটা হাঁটলাম ধূসর বালিয়াড়ি পথে
ভাঙা শামুকখোল পায়ে ঠেকল কত
গভীর নোনাজলে জীবনের উৎসব খেলছে যারা
আসলে তারা অপেক্ষারত মৃত্যুর তীর্থযাত্রী
৮/
চলার মাঠে একটা হোঁচট বদলে দেয় কত কিছুই
রক্ত ঝরা বিকেল অথবা সোনালি আভা
আমি দেখি শুধু টুকরো পাথরের লুকিয়ে হাসা
২৬/
মৃত নামে কোনো শকুন গন্ধ নেই এখানে
ছায়া হয়ে আকাঙ্ক্ষা ঘুরে বেড়ায়
কোকিলের স্বর শুনবো বলে
আমি হাঁটি তারই চারপাশে