৯/
একটা বিন্দু আলো
অতল অন্ধকার ফুঁড়ে এগিয়ে চলে তীব্র
আমি ভাবছি কখনো ছাই হয়ে যাবে না তো
২৭/
আমি তো জীবিত
তবু মৃত্যুগন্ধ ছুঁয়ে থাকি চারপাশ
দূরে কোথায় চাঁদ আলো বিলায়
৩১/
পরম আদরে চাঁদের খোঁপায় গুঁজে দিই কনকচাঁপা
শিশিরের শব্দে উষ্ণ করে আপ্রাণ ধরি তার হাত
শুধু তোমার অনন্ত অনুভবে হাঁটব বলেই