৯০/
আলোর বন্যায় ব্রিজটা হেসে উঠছে খুব
আর হাজার করতালিতে আভিজাত্যের অহং

আমি দেখি গায়ে তার লেগে আছে শ্রমগন্ধ শুধু
১০/
একটা সইস আদিগন্ত হাঁটছে
হাতে মাখবে একটু আলোর ঝলকানি

কোথাও কি ধোঁয়া উঠছে
৮২/
জন্ম আর মৃত্যুর মাঝে ভাসছে নৌকাটি
সূর্য সাঁতারে খুঁজে নিতে পারি অমরত্বের ডাঙা

শুধু তুমি একবার দেখা দাও কমল