দুটো হাত অকাতরে সংগ্রহ করে কাটা ঘাস
ছাগল গাভীর সন্তান রসদ ভরে নেয় চুবড়ির ভেতর
আটপৌরে শাড়ির ভাঁজে দীর্ঘ শ্রম শরীরচিহ্ন
কিছু বালক তালপাতার ভেঁপুতে গায়
নীল সবুজের হোলি বাগদি পাড়ার মেয়েরা
গঞ্জের খালে বুক ভাসিয়ে খুঁজে নেয় গুগলি  
সূর্যবেলায় দূর থেকে ভেসে আসছে অনুপমের গান
রেণু ফিরছে পায়ে পায়ে নাচছে বনতুলসীর হাওয়া
আঁচলে বেঁধেছে যত মধুকরী প্রজাপতি ডানা
কিশোরী ধানশীষের লাজে নত মুখ রামধনু রাঙা
সজাগ সম্মোহিত দৃষ্টি পথে চলি তার পিছু পিছু