মেরুদণ্ড বেয়ে হিসহিসিয়ে উঠছে একটা কিছু
বাধ্য হয়ে যাচ্ছি ক্রমশ
মুখ নেই হাত পা নেই অবয়বে ঢুকে পড়ছি তার ভেতর
চলেছি তারই পথে  
প্রেম রিরংসা ভুলে কোথায় যাচ্ছি আমি
ছায়াতল সংসার লীন হয়ে যাচ্ছে দূর চোখে
অন্ধকার পাপড়ির মতো ফুটে রয়েছে চারদিক
বিন্দু আলো খুঁজেও বেরোতে পারছি না আর

এ চোখ দেখবে নাকি আর সকাল