একমুঠো বিষাদ দিয়ে কবিতার প্রবন্ধ লিখি,
সেই প্রবন্ধে ভিজা মাটির গন্ধ হও তুমি,
রহস্য অতল চোখে বিচিত্র চাহনি তোমার,
যেন প্রিয় কণ্ঠের অবাধ উন্মুক্ত তান।
তোমার কন্ঠ বাতাসের বুক চেপে অস্তিত্বের বীজ বুনে,
বাতাসের ঘায়ে কেঁপে উঠে জ্যোৎস্নার আলো,
পূর্নিমা রাতের ঝলোমলো জ্যোৎস্নায়, স্তব্দ বুকের ক্রন্দন,
বিষাদ বেদনার নি:শ্বাসে চোখের পাতায় শিশির পড়ে।
রাতের আকাশে, নীলচে তারা মিটিমিটি জ্বলে,
নিস্তব্ধতা কাটিয়ে উঠে, স্তব্ধতার ঘোরে।
বৃষ্টিস্নাত রাতে কদম হাতে দাঁড়িয়ে তোমারই অপেক্ষায়,
অশ্রুস্নাত চোখে তাকিয়ে দেখি তোমার হাসি,
অপেক্ষার শেষ টাও অনেক সুন্দর...
নির্ভয়ে ফেলে যাওয়া বৃষ্টিভেজা একগুচ্ছ কদম।