প্রতিক্ষা
ওয়াহিদুজ্জামান বকুল।


গ্রীস্মের খাঁ খাঁ রোদ্দুরে,তপ্ত বাতাসে আগুনের হলকা হয়ে এসো না,
অন্ধকার রাতে পুর্নিমার চাঁদ হয়ে এসো।

বর্ষায় নদী ভাঙন ও বন্যা হয়ে এসো না,
টিনের চালে বৃষ্টির ঝুম ঝুম শব্দ হয়ে এসো।

শরতে আকাশের কালো মেঘ হয়ে এসো না
কাশবনের সাদা কাশফুল হয়ে এসো।

হেমন্তে নীরবে,কুয়াশার আড়ালে গোপনে এসো না,
নবান্ন উৎসবের শুভ্র সৌরভ হয়ে এসো।

শীতে বিবর্ণ জরাগ্রস্ত ধূসর বার্ধক্যে বিষাদের প্রতিমূর্তি নিয়ে এসো না,
সবুজ ঘাসের বুকে শিশিরের মৃদু ছোঁয়ায় স্নিগ্ধ হয়ে এসো।

বসন্তের চৈতালী দমকা হাওয়ায় স্বপ্নভঙ্গের বেদনা হয়ে এসো না,
কোকিলের সুমধুর রব কুহু কুহু ডাকা কৃষ্ণচূড়া বাসন্তী হয়ে এসো।