দ্বিধাগ্রস্হভাব বেদনায় নীল হয়ে দাঁডিয়ে থাকার নাম অপেক্ষা।
তাই তুমি অপেক্ষায় থেকো না।
আজ সারাদিন তুষারপাত।
শিশিরভেজা শুভ্র সিন্গ্ধ সকাল এর অপেক্ষায় থেকো না।বরং সমুদ্রের কাছে ছুঁটে যাও।দেখে আসো সমুদ্রের বুকে তুষারের কুচকাওয়াজ।তোমার কষ্টগুলো একঝাঁক বুনোহাঁসের মত হারিয়ে যাবে।
মনে পরে অপেক্ষার সেই দিনগুলির কথা ?
সারারাত চাকরী করার পরও কোন ক্লান্তি ছিলনা আমার।অপেক্ষায় থাকতাম প্রতিটি রোদ্দুর সকালের।স্টেশনের পাশঘেঁষে অপেক্ষায় থাকতাম তোমার জোসনা ধোয়া মুখের সন্ধানে।
একেঁবেঁকে ছুটে যাওয়া নদীর ঢেউয়ের মত তোমার পদচিহ্ন ছিল এখানে ওখানে চারিদিকে।
ঠোঁটে ক্ষীন হাসির রেখা থাকত কোন কোন দিন কিন্তু চোখ হাসত না তোমার।
কোনদিন শুধুই অপেক্ষা থেকেছি।উদভ্রান্তের মত ছুটে গেছি এদিক ওদিক। মরুভূমিতে জল খুঁজেছি মরীচিকা জেনেও।
কিছু কিছু অতীত আছে সুখকে ঘিরে। কিছু কিছু সুখ আছে কস্ট জডিয়ে রাখে। নিবিড় রাত্রির শান্ত আকাশের মত আজ টের পাচ্ছি হাঁড়ের অনিবার্য নি:সংগতার ধ্বনি। দু:খের অস্পষ্ট জল দেখেছি।
বদলের নামই তো জীবন।সময়ের স্রোত বদল করিয়ে নেয় জীবন থেকে অনেক কিছু।শুধু বদল করতে পারে না নিউরনে থাকা স্মৃতির স্মারক চিহ্ন।
যেখান থেকে শুরু, সেখানেই ফিরে এসেছি আবার।
কোথায়,কখন কবে কোন তারা ঝড়ে গেল আকাশ কি মনে রাখে?
তাই তুমি অপেক্ষায় থেকো না..!!